হেডকে কীভাবে আউট করতে হবে জানালেন অশ্বিন

ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, ট্র্যাভিস হেডকে আটকে দেওয়ার আদর্শ অস্ত্র হতে পারেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত, আর এই হাই-ভোল্টেজ লড়াইয়ে বরুণকে পাওয়ারপ্লেতে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন অশ্বিন।

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন বরুণ চক্রবর্তী। মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই পাঁচ উইকেট শিকার করে ভারতকে ৪৪ রানের জয়ে বড় অবদান রাখেন এই তামিলনাড়ুর স্পিনার। আর তাতেই ভারতের বিশ্বস্ত অস্ত্রে পরিণত হয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেল ‘অশ কি বাত’-এ হেডের বিরুদ্ধে ভারতের পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন। তার মতে, ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে নতুন বল হাতে তুলে দিতে হবে বরুণের কাছে এবং তাকে অফ স্টাম্পের ওপর থেকে বল করানোর নির্দেশ দিতে হবে।

‘নতুন বল দাও বরুণকে এবং বলো, অফ স্টাম্পের ওপর থেকে বল করো ট্র্যাভিস হেডকে,’ বলেন অশ্বিন। ‘হেড সবসময় নিজের তিন স্টাম্প দেখিয়ে খেলে, এরপর পা সরিয়ে ফাঁকা জায়গায় বল তুলে মারার চেষ্টা করে। বরুণ নতুন বলে ভারতের জন্য ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটি হবে দারুণ এক লড়াই!’

‘হেড হয় অস্ট্রেলিয়াকে আগ্রাসী শুরু এনে দেবে, নয়তো দ্রুত ফিরবে’

ট্র্যাভিস হেডের আগ্রাসী মানসিকতার কথা উল্লেখ করে অশ্বিন বলেন, এই অজি ওপেনার বরুণকে চ্যালেঞ্জ করতেই চাইবেন। আর সেটি করতে গেলে ঝুঁকি নিতেই হবে।

‘আমি অবাক হব যদি ট্র্যাভিস হেড বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ধীরগতির ব্যাটিং করে। সে নিশ্চয়ই আগ্রাসী হতে চাইবে, আর তাতেই তার দ্রুত আউট হওয়ার সম্ভাবনা থাকবে। অথবা সে যদি তাকে খেলতে চায়, তাহলে বরুণকে কমপক্ষে পাঁচ ওভার বোলিং করানো উচিত,’ বলেন অশ্বিন।

ভারতের স্পিন আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী অশ্বিন আরও বলেন, ‘এই অস্ট্রেলিয়া দলে ডানহাতি ব্যাটারের আধিক্য রয়েছে, যা আমাদের জন্য সুবিধাজনক। কারণ আমাদের দলে রয়েছে রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। আমি হলে এই বোলিং লাইনআপ নিয়ে কোনো চিন্তা করতাম না। টস জিতলে প্রথমে বোলিং নাও, কারণ অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে নামাতে পারলে ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে চলে আসবে।‘

‘ভারত ব্যাটিং করলে অস্ট্রেলিয়ার জন্য কঠিন সময় অপেক্ষা করছে’

অশ্বিন মনে করেন, যদি ভারত প্রথমে ব্যাটিং করে, তবে তারা সহজেই প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলবে।

‘ভারত প্রথমে ব্যাটিং করলে নিশ্চিতভাবেই পিচের মান অনুযায়ী উপযুক্ত স্কোর পাবে, যদি না স্পেন্সার জনসন প্রথম স্পেলে আগুন ঝরান। স্পিনারদের মাধ্যমে ভারত ম্যাচ নিয়ন্ত্রণ করবে, তবে অস্ট্রেলিয়া খেলতে নামবে হারানোর কিছু না থাকার মানসিকতা নিয়ে,’ বলেন তিনি।

আর কিছুক্ষণ পরেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া হাইভোল্টেজ লড়াই। রোহিত শর্মা কি অশ্বিনের পরামর্শ মেনে বরুণকে নতুন বলে ব্যবহার করবেন? সময়ই বলে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top