পণ্য খালাসে গড়িমসি করলেই জরিমানা : উপদেষ্টা সাখাওয়াত

কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিনগুণ জরিমানা দেওয়া লাগবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, রমজানে ভোজ্যতেলের কিছুটা সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি।

তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে। সরবরাহে কোনো ঘাটতি নেই।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যায় সারবাহী নৌযান এমভি আল-বাখেরা। সেখানে নিহত হন ৬ জন শ্রমিক। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে চেক প্রদান করা হয়েছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে তিন লাখ টাকার চেক তুলে দেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বিস্তারিত আসছে…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top