জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাংবিধানিক কাঠামো পরিবর্তন করার জন্য লড়াই করবে এনসিপি।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এসে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেছেন, শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র-জনতা ২৪ এর অভ্যুত্থানে রক্ত দেয়নি। গণআকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ ও নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলেও জানান তিনি।
নির্বাচন যাতে বারবার দীর্ঘায়িত না হয় সেজন্য শাসন কাঠামো পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সাংবিধানিক কাঠামো পরিবর্তন করার জন্য লড়াই করবে এনসিপি।
তিনি আরও বলেন, তারা এখন নির্বাচন কমিশনে নিবন্ধনের কার্যক্রমের দিকে এগোবেন। চলতি মাসেই দলের গঠনতন্ত্র প্রণয়ন করা হবে। আওয়ামী লীগের বিচারে কোন ছাড় নয় বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম।