জুলাইয়ের শহীদ-আহতদের নিয়ে রাজনীতি না করতে জামায়াত আমিরের আহ্বান

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদরা কোনো দলের হয়ে নয়, বরং দেশের জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে রাজনীতি করবেন না।

সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর স্কাটন লেডিস ক্লাবে জুলাই-আগস্ট আন্দোলনে আহত, পঙ্গু ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, আহত ও শহীদ পরিবারের সদস্যরা এই প্রথম পরিবারের প্রিয় সদস্যদের ছাড়া সাহরি ও ইফতার করছে। এটা সেই পরিবারের সদস্যদের জন্য কতটা কষ্টের এটা শুধু তারাই জানে।

এসময় জামায়াতের আমির সকল পরিবারের দৃষ্টি আকর্ষণ করে জানান, এই কষ্টে থাকা মানুষগুলোর সাথে ঈদের দিন ঘরে ঘরে গিয়ে সাক্ষাৎ করবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top