মহার্ঘ ভাতা বাতিলের প্রতিবাদ জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের সরকারের নীতিগত সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)।

জেবিএবির পক্ষ থেকে এক প্রতিবাদ লিপিতে জানানো হয়, গত জানুয়ারি মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকার এ মহার্ঘ ভাতা প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয়, তবে কিছু কুচক্রী মহলের চাপে সরকার সে সিদ্ধান্ত থেকে সরে আসে।

প্রতিবাদ লিপিতে বলা হয়, গত ১০ বছরে খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে ৫০০ শতাংশেরও বেশি, কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির হার মাত্র ৫%। এ ছাড়া প্রতি পাঁচ বছর অন্তর পে-স্কেল দেওয়ার নিয়ম থাকা সত্ত্বেও গত ১০ বছর ধরে কোনো পে-স্কেল পুনর্বিবেচনা করা হয়নি।

তারা আরও দাবি করেন, ৫ম গ্রেডের একজন উপসচিবের জন্য বর্তমান বাজার মূল্যে সংসার চালানোই কঠিন, তাই ‘মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত’ বাতিলের পরিবর্তে চলতি বছরের জানুয়ারি মাস থেকেই ৩০% মহার্ঘ ভাতা প্রদান করার দাবি জানান।

জেবিএবির আহ্বায়ক মো. ইকবাল হোসেন ও সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে তারা সরকারের কাছে এ দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top