যুক্তরাষ্ট্রে দাবানলে আসলেই কি পুড়েছে জয়ের বাড়ি?

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

‘শর্ট ভিডিও’ শেয়ারিং প্লাটফর্ম টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, সজীব ওয়াজেদ জয়ের লস অ্যাঞ্জেলেসের বাড়ি দাবানলে পুড়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাড়ি আগুনে জ্বলছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এর সত্যতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর পর্যন্ত টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটিতে প্রায় ৪০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় সাত হাজার বার শেয়ার করা হয়েছে।

ভিডিওটির কমেন্ট বক্স পর্যবেক্ষণ করে দেখা গেছে, ব্যবহারকারী অধিকাংশের মন্তব্যে ওই দাবির পক্ষে মতামত দিয়েছে। অর্থ্যাৎ ‘সজীব ওয়াজেদ জয়ের লস অ্যাঞ্জেলেসের বাড়ি দাবানলে জ্বলছে’ মন্তব্যে সবাই একমত হয়েছে।

তবে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের দাবানলে সজীব ওয়াজেদ জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবিটি সত্য নয়। বরং, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই এবং ভিন্ন ঘটনায় এক নারীর বাড়ি পুড়ে যাওয়ার ছবি যুক্ত করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ইয়াহু নিউজে গত বছরের ১৪ নভেম্বর “Kalispell community supports ‘Neighborhood
Grandma’ after devastating house fire” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনের সাথে যুক্ত ভিডিওতে দেখানো আগুন লাগা বাড়ির ছবির সাথে সজীব ওয়াজেদের বাড়ি পুড়ে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটিতে দেখানো বাড়ির মিল পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল কেপাক্স-টিভির ওয়েবসাইটে গত ১৩ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ঘটনার বিস্তারিত তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৮ নভেম্বর, আমেরিকার কালিস্পেল শহরের ওয়েস্ট ভ্যালি এলাকায় বসবাসরত প্রবীণ নারী বেটসি মরিসনের প্রায় ২০ বছরের পুরনো বাড়ি এবং সমস্ত সম্পত্তি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। উল্লেখিত ভিডিওটি এই ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে।

অর্থাৎ, এই বাড়ির মালিক সজীব ওয়াজেদ জয় নন। বরং বেটসি মরিসন নামের এক নারী। এছাড়া, নির্ভরযোগ্য কোনো সংবাদ মাধমে সজীব ওয়াজেদ জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবির স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় গত ৮ জানুয়ারি শুরু হওয়া ভয়াবহ দাবানলের সূত্রপাত ঘটে। তবে আলোচিত ভিডিওটিতে প্রদর্শিত বাড়ি পুড়ে যাওয়ার ঘটনাটি গত বছরের নভেম্বরের। সুতরাং, লস অ্যাঞ্জেলেসের দাবানলে সজীব ওয়াজেদ জয়ের বাড়ি জ্বলছে দাবিতে পুরোনো ও ভিন্ন ব্যক্তির বাড়ি পোড়ার ছবি প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top