শৈত্যপ্রবাহের মধ্যেই আবহাওয়া অফিসের দুঃসংবাদ

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে চলছে শৈত্যপ্রবাহ। এরই মধ্যে শুরু হয়েছে চতুর্থ ধাপের শৈত্যপ্রবাহ। শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। প্রথম দিন দুই জেলায় থাকলেও পরবর্তীতে বিস্তার লাভ করে শৈত্যপ্রবাহ ছড়িয়েছে আরও ছয় জেলায়। শৈত্যপ্রবাহের প্রকোপ কমে এলেও কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, সোমবারও (২৭ জানুয়ারি) শৈত্যপ্রবাহ থাকতে পারে। তবে এর আওতা কমে আসবে। রোববার যেসব জেলায় শৈত্যপ্রবাহ ছিল, সোমবার সেসব জেলায় নাও হতে পারে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে বাড়তে পারে তাপমাত্রা। এরপর দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ দিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছীতে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top