নতুন ছাত্রসংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ বলে ঘোষণা দিয়েছেন সমন্বয়ক আবু বাকের মজুমদার। সংগঠনটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধুর ক্যান্টিনের সামনে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে আবু বাকের মজুমদার এ ঘোষণা দেন।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সদস্যসচিব হয়েছেন জাহিদ আহসান। এছাড়া মূখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাবি শাখার আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদেরকে। এছাড়া সদস্য সচিব হয়েছেন মহির আলম, মূখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং রাফিয়া রেহনুমাকে মুখপাত্র ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সাথে এর সাংগঠনিক কাঠামোর কোনো সম্পর্ক থাকবে না। এমনকি গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের সাথেও কোনো সম্পর্ক থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক একটি ছাত্র সংগঠন হিসেবে এই সংগঠন কাজ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।