নির্বাচনে আমরা জয়ী হলে রাষ্ট্র পুনর্গঠন করব: তারেক রহমান

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজ একটি নিরপেক্ষ নির্বাচন দেয়া। আমরা আশা করি তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচনে আমরা জয়ী হলে রাষ্ট্রকে পুনর্গঠন করব।

আজ ২২ ফেব্রুয়ারি শনিবার যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন। কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, ৩১ দফা ঘোষণা করেছে।

তিনি আরও বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুর্নগঠনের কাজ করবে বিএনপি। বিএনপিই একটি মাত্র দল যারা নিজ দলের নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেবে।

তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির মূললক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে পুনর্গঠন করা হবে।

অন্য রাজনৈতিক দলে সঙ্গে আমাদের এইটাই বড় পার্থক্য- বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top