প্রভাত ফেরি ইসলামবিরোধী: জামায়াত নেতা শাহজাহান


চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও নগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী বলেছেন, ‘ভাষা আন্দোলনে যারা শহিদ হয়েছেন তারা অধিকাংশই মুসলিম পরিবারের সন্তান। প্রভাত ফেরির মতো একটি অপসংস্কৃতি আমাদের বাংলাদেশের তৌহিদি জনতার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ সংস্কৃতি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, ইসলামবিরোধীরা আমাদের ওপর চাপিয়ে দিয়েছিল। এই অপসংস্কৃতির বিরুদ্ধে সজাগ হতে হবে। এই প্রভাত ফেরি একত্ববাদ ও ইসলামবিরোধী।’ 

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নগরীর দেওয়ান বাজারে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম নগর জামায়াত এ সভার আয়োজন করে।

শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। এটা ভাষা শহিদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলা ভাষা যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষা রক্ষা করতে হবে। তাহলে ভাষা আন্দোলনের শহিদদের স্বপ্ন সার্থক হবে।’

নগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন নায়েবে আমির আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারশেনের নগর সভাপতি এস এম লুৎফর রহমান, কোতোয়ালী থানার আমির মুহাম্মদ আমির হোসাইন, পাঁচলাইশ থানার আমীর মাহবুবুল হাসান রুমি প্রমুখ।



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *