এই খবরটি পডকাস্টে শুনুনঃ
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ সংঘর্ষে শতাধিক আহতের ঘটনায় অত্যন্ত ব্যথিত ও ক্ষুব্ধ বলে জানিয়েছে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা সংসদ’।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই শহীদ ও জুলাইযোদ্ধাদের রক্ত না শুকাতেই নতুন বাংলাদেশে এমন ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা লক্ষ্য করছি যে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কুয়েটের ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরকে দোষারোপ করছে এবং প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’