জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচনের আগে সংস্কার নয়, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না। তিনি বলেন, বর্তমান সরকারের কার্যক্রমে জনগণ প্রতিনিয়তই আস্থা হারাচ্ছে। এভাবে চলতে থাকলে জনগণ জেগে উঠবে বলেও হুঁশিয়ার করেন তিনি।