জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় গণ অধিকার পরিষদ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এই মুহূর্তে জাতীয় নির্বাচনের পরিবেশ নেই উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তাই আমরা আগে স্থানীয় নির্বাচন চাই। এতে প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা পরীক্ষা হবে। মানুষও ভোট দেবার সুযোগ পাবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান নুর।

এসময় কিংস পার্টিগুলোর হালনাগাদ তথ্য নিয়ে যদি কোনো কার্যক্রম না পাওয়া যায় তাদের নিবন্ধন স্থগিত করার দাবি জানিয়েছেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত চেয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ও তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত তৈরি হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে, তাদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন না থাকে। এছাড়া রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হলে সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন হতে পারে বলেও জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top