চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপি

রাজশাহীর সারদা একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

চাকরি হারানো ছয় সহকারী পুলিশ সুপার (এএসপি) হলেন মো. আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম ও সঞ্জীব দেব।

সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদের সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪০তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর ধারা ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এর আগে গত বছরের ১৯ নভেম্বর ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল।

এর আগে গত ২১ অক্টোবর বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত ২৫২ জন ও ৪ নভেম্বর একই ব্যাচের আরও ৫৮ জন ক্যাডেট এসআইকে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধেও ঔদ্ধত্য আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। সব মিলিয়ে এই ব্যাচের ৩১৩ প্রশিক্ষণার্থী এসআইকে বরখাস্ত করা হলো।

এ ছাড়া গত ১৮ নভেম্বর শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও তিন শিক্ষানবিস উপপরিদর্শককে (এসআই) চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ একাডেমি কর্তৃপক্ষ এ-সংক্রান্ত আদেশ জারি করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top