‘ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে বাংলাদেশ-ভারত রাজি’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘সম্পর্কে কিছু টানাপোড়েন থাকলেও ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে বাংলাদেশ ও ভারত রাজি হয়েছে। শিগগিরই ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের উদ্বেগ থাকলেও তাকে ফেরানোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।

এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আগের পর্যায়ে পৌঁছে গেছে বলেও উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা।

জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
চলতি সপ্তাহের শুরুতে ওমানে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। সে সময় এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, দুই দেশের মধ্যে এখনো কিছু টানাপোড়েন থাকলেও ওয়ার্কিং রিলেশনের ব্যাপারে দুই পক্ষই একমত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top