এক শর্তে বোলিং পরীক্ষায় পাস আলিস

বিপিএলে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন চট্টগ্রাম কিংসের ডানহাতি স্পিনার আলিস আল ইসলাম। রহস্য স্পিন ও দারুণ নিয়ন্ত্রিত বোলিং দিয়ে দলকে ভরসা জুগিয়েছেন তিনি। তবে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কারণে মাঝপথে পরীক্ষা দিতে হয়েছে এই তরুণ স্পিনারকে। শনিবার মিরপুরে হওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আলিস। যদিও শর্তসাপেক্ষে তার বোলিং অব্যাহত রাখতে বলা হয়েছে।

বিপিএল চলাকালীন আম্পায়াররা আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করলে তাকে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। শনিবার মিরপুর স্টেডিয়ামে সেই পরীক্ষা দেন আলিস, এবং পরীক্ষার ফলাফলে তিনি উত্তীর্ণ হন।

চট্টগ্রাম কিংস তাদের ফেসবুক পেজে এই সুখবর জানালেও, আলিসকে বিশেষ একটি ডেলিভারি—‘দোসরা’—এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রহস্য স্পিনার হিসেবে পরিচিত আলিস বোলিংয়ের সময় গ্রিপ লুকিয়ে রেখে দোসরা ডেলিভারি করেন, যা তার ক্যারিয়ারজুড়েই আলোচনার বিষয়।

চলতি বিপিএলে আলিস আল ইসলাম দুর্দান্ত ছন্দে রয়েছেন। সাত ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। তবে, গত ১৯ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রথম সন্দেহ প্রকাশ করা হয়। এরপরের ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। ঢাকার বিপক্ষে গত বুধবার ফের তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে, এবং তাকে আবারও পরীক্ষা দিতে হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনায় আসেন আলিস। তবে সেই সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। পরীক্ষার ফল তার বিপক্ষে গেলে তিনি বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন আনেন।

এবারের পরীক্ষায় সফল হলেও, বিশেষ ডেলিভারি এড়িয়ে চলার শর্ত আলিসের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তার পরবর্তী পারফরম্যান্স কীভাবে প্রভাবিত হয়, তা দেখার জন্য অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top