লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে ক্ষোভ, ২৮ জনের পদত্যাগ

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি থেকে ২৮ জন পদত্যাগ করেছে। একইসঙ্গে ঘোষিত নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে এ কমিটি ভেঙে নতুন করে ঘোষণা করার জন্য আল্টিমেটাম দিয়েছে পদত্যাগকারীরা। না হলে তারা আন্দোলনের সঙ্গে জড়িতদের নিয়ে নতুন কমিটি গঠন করবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেন পদত্যাগ ও আল্টিমেটান নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ। এতে লিখিত বক্তব্য পাঠ করে শোনান যুগ্ম-আহবায়ক আবদুর রহিম আসাদ। তাকে সহযোগিতা করেন যুগ্ম আহবায়ক মেহেদী হাসান অয়ন, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ।

উল্লেখ্য, রোববার রাতে আগামী ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন. ইসলাম, কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে মনোনীত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *