এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ (১৭ ফেব্রুয়ারি) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলনটি হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানা গেছে।
বার্তায় বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষ্যে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, আব্দুল কাদেরসহ বেশ কয়েকজনকে নতুন এই ছাত্রসংগঠন আসার বিষয়টি নিয়ে ফেসবুকে ইঙ্গিত দিয়ে পোস্ট দিয়েছেন। রবিবার রাতে তাদের ‘হ্যাশট্যাগ স্টুডেন্ট ফার্স্ট, হ্যাশট্যাগ বাংলাদেশ ফার্স্ট’ পোস্ট দিতে দেখা গেছে। যা নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশের বিষয়টিকেই ইঙ্গিত করছে বলে ধারণা করছেন অনেকে। পাশাপাশি প্ল্যাটফর্মটির ফেসবুকের পেজেও একই পোস্ট দেখা গেছে।