মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে গ্রুপ সেভেন (জি-সেভেন) থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘আমি পুতিনকে বিশ্বাস করি এবং তিনি শান্তি চান।’ ট্রাম্প আরও জানান যে, তিনি আশা করেন রাশিয়া আবার জি-সেভেনে ফিরে আসবে।
ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের আগে পর্যন্ত রাশিয়া ছিল জি৮-এর সদস্য। ২০১৪ সালে রাশিয়াকে গ্রুপ সেভেন থেকে বের করা হয়েছিল, তখন এটি গ্রুপ অব এইট (জি-৮) নামে পরিচিত ছিল। বর্তমানে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই গ্রুপের সদস্য।
এ বছর কানাডা জি৭ জোটের সভাপতির দায়িত্বে রয়েছে। রাশিয়াকে জি৭ এ ফিরিয়ে আনার বিষয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখান করেছে কানাডা।
ক্রেমলিনের দৃষ্টিকোণ
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া এখন জি-২০-তে সহযোগিতা করতে আগ্রহী। কারণ তিনি মনে করেন জি-৭ তার অর্থনৈতিক নেতৃত্ব হারিয়েছে। পেসকভ আরও উল্লেখ করেন, বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র এখন অন্য অঞ্চলে স্থানান্তরিত হয়েছে।
উল্লেখ্য, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন জি-২০ গ্রুপের সদস্য। তথ্য: রয়টার্স, পার্সটুডে, আনাদুলু।