ভূমিকম্পে কাঁপল দিল্লি, আতঙ্কিত বহু মানুষ

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, আজ (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির আশেপাশেরই কোনও অঞ্চল। ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। দিল্লির পাশাপাশি উত্তর ভারতের বিভিন্ন জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে। এদিকে ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে বহু মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন। তবে এই ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিন সকালে এ ব্যাপারে টুইটে দিল্লিবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর লিখেন, ‘কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে। সকলে শান্ত ও সজাগ থাকুন।’

এদিকে সোমবার ভোর থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ট্রেন ধরতে যাত্রীদের ভিড় ছিল নয়াদিল্লি রেল স্টেশনে। ভূমিকম্পের জেরে সেখানকার বহু যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

এর আগে গত ৭ জানুয়ারি তিব্বতে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের ৫টি দেশে এর কম্পন অনুভূত হয়েছিল। উত্তরে দিল্লি থেকে পূর্ব ভারতের কলকাতা এমনকী উত্তরপূর্ব ভারতেও এই কম্পন অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ছিল সেই ভূমিকম্প। নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং তিব্বতের শিগাতসে থেকে ৩৪ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ মিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top