জাতিসংঘ প্রতিবেদনের আলোকে তদন্ত দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) প্রতিবেদনের অভিমতের আলোকে তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গত আগস্ট থেকে বাংলাদেশে সংঘটিত সব সাম্প্রদায়িক সহিংসতা এবং এ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তাদের।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে গত বছরের আগস্টের শুরু থেকে পরবর্তী সময়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও আহমদীয়া মুসলিম এবং পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে হত্যা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ এবং মাজার, মন্দিরসহ ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনার তথ্যের উল্লেখ থাকলেও সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত চিত্রের অনুপস্থিতি রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ দীর্ঘ সময় ধরে বিচারহীনতা ও প্রতিশোধের চক্রের মধ্যে রয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের শুরু থেকে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আহমদীয়া মুসলিম এবং পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে, তাদের অনেকে দৃশ্যমান দায়মুক্তি পাচ্ছে। এ ঘটনায় প্রকাশিত প্রতিবেদনের উদ্বেগকে ‘যথার্থ’ বলে মনে করে ঐক্য পরিষদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top