৩৪তম ব্যাচের সভাপতি জয়, সম্পাদক উজ্জ্বল 

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৪তম ব্যাচের সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন।

এ ছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মহিউদ্দিন আল হেলাল।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে এক জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলাম জয় বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশে আমরা চাই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধ হোক। সেবা গ্রহীতারা নির্বিঘ্নে যেন সেবা গ্রহণ করতে পারেন সেই আলোকে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। একইসঙ্গে আমরা এই কমিটি গঠনের মাধ্যমে ব্যাচমেটদের সুরক্ষা এবং কল্যাণের দিকেও নজর রাখব।

অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (৩৪তম ব্যাচ) এক জরুরি বিশেষ সভা বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাচের নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা শেষে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে সংক্ষিপ্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।

নবনির্বাচিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করবেন বলেও এতে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top