নির্বাচনের লক্ষ্যে জেলা প্রশাসকদের প্রস্তুতি নিতে বললেন শিক্ষা উপদেষ্টা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নির্বাচন আসছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে জেলাপ্রশাসকদের প্রস্তুতি নিতে বলেছি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। এছাড়াও ফেব্রুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীরা মূল পাঠ্যবই হাতে পাবেন বলেও উল্লেখ করেন তিনি।

এসময় তিনি স্কুল-কলেজ পরিচালনা পর্ষদের যোগ্যতা নিয়েও কথা বলেন। শিক্ষা উপদেষ্টা জানান, বেসরকারি স্কুলের পরিচালনা পর্ষদে থাকতে হলে বিএ তথা সমমান এবং কলেজের ক্ষেত্রে এমএ তথা সমমান পাস হতে হবে।

পর্যায়ক্রমে সকল স্কুল-কলেজে পর্ষদ গঠনে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top