ভারতে এক ধাক্কায় বিদেশি মদের শুল্ক ৬৬ দশমিক ৬ শতাংশ কমানো হয়েছে। ফলে দেশটিতে বিদেশি মদ এখন আরও সস্তায় পাওয়া যাবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের মধ্যেই এ খবর এসেছে। আমেরিকার জনপ্রিয় বারবন হুইস্কির ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পেছনে কারণ কী
সংবাদ সংস্থার খবর অনুসারে, মোদীর এবারের সফরে শুল্কের প্রসঙ্গটি মনে করিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট পরিষ্কারভাবে জানিয়েছেন, ভারত আমেরিকার ওপরে যে হারে শুল্ক বসায়, আমেরিকাও এবার থেকে ভারতীয় পণ্যে সেই হারেই শুল্ক বসাবে।
ট্রাম্পের ওই ঘোষণার আগেই আমেরিকার জনপ্রিয় হুইস্কির ওপর ৬৬ শতাংশ ছাড়ের ঘোষণা করে কাস্টম ডিউটি বা আমদানি শুল্ক বিভাগ।
এতদিন বারবন হুইস্কির ক্ষেত্রে ভারত ১৫০ শতাংশ শুল্ক নিত। এখন তা ৬৬ দশমিক ৬ শতাংশ কমানো হলো। সার্বিকভাবে এই জনপ্রিয় বিদেশি হুইস্কির দাম অনেকটাই কমেছে। তবে বিদেশ থেকে আমদানি করা বাকি মদের ক্ষেত্রে আমদানি শুল্ক অপরিবর্তিতই থাকছে (১০০ শতাংশ)।
প্রসঙ্গত, কর্ন বা ভুট্টার দানা দিয়ে তৈরি আমেরিকার এই জনপ্রিয় বারবন হুইস্কির চাহিদা ভারতে বরাবরই রয়েছে। গত আর্থিক বর্ষে ২৫ লাখ ডলারের বারবন হুইস্কি আমদানি করেছিল ভারত। সূত্র: দ্য ওয়াল।