বাংলাদেশ চ্যাম্পিয়ন? নকআউটেও যেতে পারবে না!—ডি ভিলিয়ার্স

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে বাংলাদেশ দল যখন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে, তখন একেবারে ভিন্ন সুর শোনালেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ব্যাটারের মতে, ‘বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার মতো দল নয়, চ্যাম্পিয়ন হওয়া তো অনেক দূরের কথা!’

নিজের ইউটিউব চ্যানেল ‘ABDVilliers360’-এ চ্যাম্পিয়নস ট্রফির দলগুলো বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশের ভক্তরা হয়তো আমার ওপর রাগ করবেন, কিন্তু সত্যি বলতে আমি মনে করি না তারা নকআউটে পৌঁছাতে পারবে।’

তবে পুরোপুরি হতাশ করেননি প্রোটিয়া তারকা। তাঁর বিশ্বাস, ‘বাংলাদেশ যেকোনো ম্যাচে অঘটন ঘটাতে পারে। তাসকিন, মিরাজ, মাহমুদউল্লাহদের মতো খেলোয়াড়রা ম্যাচ জেতাতে পারে। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো ধারাবাহিকতা তাদের নেই।’

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশন। এরপর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

ডি ভিলিয়ার্সের মন্তব্যের পর প্রশ্ন উঠছে—অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কি মাঠের পারফরম্যান্স দিয়ে জবাব দিতে পারবেন? নাকি ভিলিয়ার্সের শঙ্কাই সত্যি হবে? মাঠের লড়াইয়ের জন্য ক্রীড়াপ্রেমীরা এখন মুখিয়ে আছেন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top