নাট্যোৎসব বন্ধের নির্দেশনা পুলিশ দেয়নি : ডিএমপি

ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধ বা স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নাট্যোৎসব কেন স্থগিত হয়েছে, সেটিও তাদের কাছে ‘বোধগম্য’ নয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫ স্থগিত সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতি ডিএমপির নজরে এসেছে।

ডিএমপি নাট্যোৎসব বন্ধ বা স্থগিতের কোনো নির্দেশনা দেয়নি। যেকোনো সৃজনশীল ও শৈল্পিক কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহ দেই। কী কারণে নাট্যোৎসবটি স্থগিত হয়েছে, তা আমাদের বোধগম্য নয়। এই নাট্যোৎসব ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপি তৎপর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top