বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ‘ভিউজ বাংলাদেশ’

বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল দেশের প্রথম বাইলিঙ্গুয়াল পোর্টাল ‘ভিউজ বাংলাদেশ’। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর অভিজাত হোটেল হলিডে ইন-এ সম্পাদক রাশেদ মেহেদী অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রখ্যাত প্রাবন্ধিক, লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তাবিদ ও বাংলা একাডেমির চেয়ারম্যান আবুল কাসেম ফজলুল হক। গণমাধ্যমকে দেশ-সমাজ-জাতি এবং বৈশ্বিক কল্যাণে সময়োপযোগী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘চিন্তার স্বাধীনতা আপেক্ষিক। শতভাগ স্বাধীনতা আশা করা কিংবা পাওয়া সম্ভব নয়, কোনো সরকারের পক্ষেই শতভাগ দেওয়া সম্ভবও নয়। মানুষের স্বভাব নিয়ন্ত্রণেও চিন্তার স্বাধীনতা নিয়ন্ত্রণ কিছুটা প্রয়োজন। তবে ব্যাপকভাবে যতটা পারা যায়, এ স্বাধীনতা দিতে হবে।

‘রাষ্ট্র বাদ দিয়ে বিশ্বায়নের ধারণা ভুল’ মন্তব্য করে দেশের গণমাধ্যমগুলোকে রাষ্ট্রের স্বার্থে গুরুত্ব দিয়ে বিশ্বায়নের পথে এগোতে বলেন এই প্রবীণ শিক্ষাবিদ।

গত এক বছরে সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও গতিশীল সংবাদ এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে ভিউজ বাংলাদেশ তিন মিলিয়ন পাঠকপ্রিয়তা অর্জন করেছে বলে জানিয়ে সম্পাদক রাশেদ মেহেদী বলেন, ‘আমাদের এই চেষ্টা ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সত্যিকারের গণমাধ্যমে গণমানুষের সত্যিকারের কথা তুলে ধরা চ্যালেঞ্জের এবং আমরা এ চ্যালেঞ্জে জয়ী হবো।

রাশেদ মেহেদী আরও বলেন, ‘আমাদের লক্ষ্য, মানুষের অপ্রয়োজনীয় হাঁড়ির খবর নয় বরং রুচিশীল গঠনমূলক মানসম্মত ও দেশ-জাতি-সমাজের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নিউজ-ভিউজ প্রকাশ-প্রচার করে রুচিশীল ও মননশীল পাঠক গড়া। সংবাদের গভীরে পৌঁছে সত্য তুলে আনার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

বার্তা সম্পাদক মারিয়া সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, অর্থনীতিবিদ ও অধ্যাপক ড. এম এম আকাশ, গবেষক ও কলামিস্ট আফসান চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম, নিনমাস থাইরয়েড বিভাগের প্রধান অধ্যাপক ড. এ কে এম ফজলুল বারি, বাংলালিংকের অ্যাক্টিং সিইও তৈমুর রহমান, এক্সফার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুশফিক আনাম, বিসিবির প্রোগ্রাম ম্যানেজার জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলার মঞ্জুরুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক ফাখরুল আরেফিন, সাংবাদিক মহসীন হাবিব, কবি ও জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন এবং লেখক ও প্রতিবুদ্ধিজীবীর সম্পাদক সাদাত উল্লাহ খান।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ভিউজ বাংলাদেশের সহযোগী সম্পাদক গিরীশ গৈরিক।

২০২৩ সালের ২৮ ডিসেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনাড়ম্বর আয়োজনে যাত্রা শুরু করে ভিউজ বাংলাদেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top