এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতার সুস্থতা কামনা করে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে দোয়া ও আহতদের পরিবারের মাঝে অর্থ সাহায্য প্রদান করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেন এ আয়োজন করেন।
কামাল হোসেন বলেন, বিগত বছরগুলোতে এলাকার মানুষসহ মামলার কারণে ঘরছাড়া নির্যাতিত বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের পাশে ছিলাম। সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পরিবারকে সাহায্য করার। বর্তমান পরিবর্তীত পরিস্থিতিতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে আপামর জনগণের পাশে থেকে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাবো।
উক্ত আয়োজনে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয় এবং আন্দোলনে আহত ছাত্র-জনতার পরিবারের মাঝে অর্থ সাহায্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আ.হ.মো. খোকন প্রমুখ।