বড় দুশ্চিন্তায় জেলেনস্কি | কালবেলা

ইউরোপের প্রাণকেন্দ্রে প্রায় তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত কোনো দেশ জয়ের সম্ভাবনা দেখেনি। রাশিয়ার হাতে পর্যুদস্ত হলেও এত দিন ধরে যুক্তরাষ্ট্রের শক্তিতেই লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। তবে এবার যুদ্ধ নতুন মোড় নিতে যাচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর ইউক্রেনকে একা ছেড়ে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। আর এতেই দুশ্চিন্তায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রকে পাশে না পেলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন শঙ্কাই প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

তার ভাষায়, এটা সম্ভবত খুবই কঠিন হবে। অবশ্য যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনার সুযোগ থাকবে। কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া আমাদের সম্ভাবনা খুবই কম।

গত সপ্তাহে জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। ওই ফোনালাপের কয়েক দিন পরই মার্কিন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন জেলেনস্কি।

কয়েক সপ্তাহ আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, মাত্র একদিনেই তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। ক্ষমতায় বসার পর থেকেই সেই মিশনে নেমে পড়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top