হঠাৎ কেন বিশ্বব্যাপী পাকিস্তানিদের ধরপাকড়

বিশ্বব্যাপী হঠাৎ পাকিস্তানি অভিবাসীরা আটক হচ্ছেন। তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় ১২টি দেশ থেকে ১৩১ জন পাকিস্তানিকে আটক করে ফেরত পাঠিয়েছে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা। দেশগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ উত্তর আমেরিকার দেশও রয়েছে। খবর জিও নিউজের।

শুক্রবারের (১৪ ফেব্রুয়ারি) সর্বশেষ তথ্যে জানা গেছে, মাদকসংক্রান্ত অপরাধ, অবৈধ প্রবেশ এবং বিদেশে চাকরি পরিত্যাগের অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান থেকে অধিকাংশ পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন সূত্র বলছে, মাদক পাচার এবং বিনা নোটিশে চাকরি ত্যাগের অভিযোগে সৌদি আরব ৭৪ জন পাকিস্তানিকে ফেরত পাঠায়।

সংযুক্ত আরব আমিরাত অবৈধ প্রবেশ, চুরি এবং মাদক সম্পর্কিত অপরাধের অভিযোগে বেশ কয়েকজন পাকিস্তানিকে আটক করে পাকিস্তানগামী বিমানে তুলে দেয়। তাদের মধ্যে একজনকে আগমনের পর প্রবেশের অনুমতি না দিয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানে ফেরত পাঠায় আরব আমিরাত। এ ছাড়া আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে একজনকে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়াও, ওমান, কম্বোডিয়া, বাহরাইন, আজারবাইজান, ইরাক এবং মেক্সিকো থেকে কয়েকজন পাকিস্তানি নাগরিককে বের করে দেওয়া হয়েছে।

পৃথক একটি ঘটনায়, মানব পাচারের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে মৌরিতানিয়া এবং সেনেগালের ভিসা বাতিল করে পাকিস্তানে পাঠিয়ে দেয় দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির মানবপাচার বিরোধী সার্কেলে স্থানান্তর করা হয়েছে। ছয়জনকে আরও তদন্তের জন্য লারকানা, কালাত, গুজরানওয়ালা, সাহিওয়াল এবং রাওয়ালপিন্ডিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন কর্তৃপক্ষ একই সময়ের মধ্যে বিভিন্ন কারণে ৮৬ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়।

অভিবাসন সূত্রের মতে, সৌদি আরবে ভ্রমণেচ্ছুক ৩০ জন ওমরাহ যাত্রীকে অগ্রিম হোটেল বুকিং এবং খরচের জন্য পর্যাপ্ত তহবিলের অভাবে তাদের ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। নামিয়ে দেওয়া হয়েছে সাইপ্রাস, যুক্তরাজ্য, আজারবাইজান এবং কিরগিজস্তানে ছাত্র বা অধ্যয়ন ভিসায় ভ্রমণকারী সাত তরুণ যাত্রীকেও ।

এ ছাড়া সৌদি আরব, ওমান, আজারবাইজান, মালাউই, কঙ্গো, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তুরস্ক এবং জিম্বাবুয়েতে পর্যটন ভিসায় ভ্রমণেচ্ছুকদের বিমানে উঠতে দেওয়া হয়নি। কাতার, তুরস্ক এবং সৌদি আরবে কাজ করার জন্য কালো তালিকাভুক্ত ব্যক্তিদেরও তাদের ফ্লাইটে উঠতে বাধা দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top