বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন দু-একটি রাজনৈতিক দল ও দুএকজন রাজনৈতিক ব্যক্তি। যারা ৫ আগস্টের আগে তৎকালীন খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিল, আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, আপনাকে আমরা চাই। কবিতার ভাষায় বলেছিল, জীবনেও চাই, মরনেও চাই, অনেক অসম্ভবের সঙ্গেও আপনাকে (শেখ হাসিনা) চাই। আবার বলেছিল আমৃত্যু তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকব, খেয়াল আছে। যদি কারও খেয়াল না থাকে দয়া করে টেলিভিশনে ভিডিও ফুটেজ দেখেন সবগুলো ডেভিল, সবগুলো শয়তানকে পেয়ে যাবেন।
আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস আরও বলেন, যাদের উস্কানিতে চার-পাঁচ আগষ্টে সারা বাংলাদেশে ছাত্র জনতার ওপরে গুলি চালানো হয়েছিল, যাদের উস্কানিতে আজকে দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের বুক খালি হয়েছে। সেই উস্কানিদাতাদের ধরছেন না। কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছে বিশেষ একটি রাজনৈতিক দল।
তিনি আরও বলেন, যারা বারবার আমাদেরকে (বিএনপি) দোষারোপ করে। নিজের দোষ ঢাকতে গিয়ে বিএনপিকে দোষারোপ করছে। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে, যারা লেবাস পরে অন্য দলকে দোষারোপ করার চেষ্টা করছে তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া।তাদের প্রকৃত অবস্থা দেশবাসীর কাছে তুলে ধরা।