আদালতে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

আদালতে এক নারী বিচারককে লক্ষ্য করে জুতো নিক্ষেপ করেছেন আসামি। একটুর জন্য সেই জুতা বিচারকের গায়ে লাগেনি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের হায়দরাবাদের রঙ্গা রেড্ডি জেলা আদালতে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে আগের এক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন ওই বিচারক। এ ক্ষোভে বিচারককে কাছাকাছি পেয়ে তার দিকে জুতা ছুড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, বিচারককে আরও লাঞ্ছিত করার পরিকল্পনা ছিল আসামির। কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে আসামিকে ধরে ফেলেন আদালতে উপস্থিত পুলিশ ও আইনজীবীরা। এ সময় তাকে মারধরও করা হয়।

জানা গেছে, এর আগে ওই লোক খুনের চেষ্টার সঙ্গে জড়িয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ আদালতে হাজির করে। ফলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। কিন্তু তিনি এ রায়ে ক্ষোভে ফুঁসছিলেন। ঘটনার দিন অপর এক মামলায় ওই বিচারকের এজলাসে আসামিকে হাজির করা হয়। এজলাসে পৌঁছেই বিচারককে দেখে উত্তেজিত হয়ে পড়েন আসামি। তিনি নিজের পা থেকে জুতা খুলে ছুড়ে মারেন বিচারকের দিকে।

রঙ্গা রেড্ডি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন এই ঘটনার নিন্দা করেছে। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওয়াই কোন্ডাল রেড্ডি বলেন, ‘বিচারকের ওপর এই ধরনের হামলার তীব্র বিরোধিতা করছি। ঘটনার প্রতিবাদে শুক্রবার আমরা আদালতের কাজকর্ম বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। আসামির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top