স্বামী-সন্তানের সামনে গণধর্ষণ, ৮ বছর পর বিচার পেলেন নারী

ভারতের পশ্চিমবঙ্গের বজবজে এক নারীকে স্বামী-সন্তানের সামনে গণধর্ষণ করা হয়। ঘটনার আট বছর পর রায় দিলেন আলিপুর আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বুধবার আলিপুরের সেকেন্ড ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক অয়ন মজুমদার এই মামলার রায় ঘোষণা করেন। এ ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন তিনি।

জানা গেছে, ২০১৭ সালের ৩১ জানুয়ারি বজবজের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়িতে ঢুকে টাকাপয়সা এবং সোনা হাতিয়ে নেন। কিন্তু ফেরার পথে স্বামী এবং সন্তানকে বেঁধে তাদের সামনে ওই নারীকে গণধর্ষণ করেন তিনজন।

এরপর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শেখ রামজান ও ধনু শেখকে গণধর্ষণের অপরাধে তাদের দুজনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। অপর ধর্ষক কারাগারে মারা গেছেন। এ ছাড়া ডাকাতির অপরাধে আব্দুল হামিদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

সরকারি আইনজীবী অরবিন্দ মিত্র বলেন, ‘ডাকাতির পর নারীকে বারান্দায় নিয়ে গিয়ে তিনজন মিলে ধর্ষণ করেন। বিচারপ্রক্রিয়া চলাকালীন শিশুটিও আদালতে এসে ঘটনার বর্ণনা দিয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top