জলকামান-লাঠিচার্জে শাহবাগ থেকে আন্দোলনকারীদের সরাল পুলিশ

হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা শাহবাগ মোড়ে আন্দোলন করছেন। তাদের সেখান থেকে তুলে দিতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে অবরোধকারীরা রাস্তা দখল করলে তাদের সরাতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার শুরু করে। পরে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। তারা ছত্রভঙ্গ হয়ে গেলে ব্যস্ততম এই মোড় দিয়ে যান চলাচল শুরু হয়।

তবে আন্দোনকারীরা অভিযোগ করে বলেন, শাহবাগ মোড় থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে জাতীয় জাদুঘরের সামনে আজ টানা চতুর্থ দিনের মতো অবস্থান নেন বাতিল হওয়া সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। দুপুরে কিছু সময়ের জন্য তারা শাহবাগ মোড় অবরোধ করেন।

এ নিয়ে অষ্টম দিনে গড়িয়েছে তাদের আন্দোলন। এর আগে চার দিন একই দাবিতে তারা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছেন।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে দেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ে আপিল বিভাগের কোটাসংক্রান্ত সর্বশেষ রায় অনুসরণ করে নতুন ফলাফল প্রকাশ করতে নির্দেশ দেন। এরপর থেকেই নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন এসব চাকরিপ্রার্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top