নগদ প্রশাসকের ওপরে হামলার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ

নগদের প্রশাসক বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদারের উপর হামলার ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক চত্ত্বরে এ কর্মসূচী পালন করা হয়।

এর আগে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক পরিচালক (নগদ প্রশাসক) বদিউজ্জামানের গাড়িতে হাতুড়ি হামলা চালায় দুর্বৃত্ত্বরা। নগদের বিরুদ্ধে ২হাজার ৩০০ কোটি টাকা পাচার, ভুয়া একাউন্ট খুলে হাজার কোটি টাকা লেনদেন, হুন্ডিতে জড়িত থাকার অনিয়ম উদঘাটন করেন নদগ প্রশাসন।

বৃহস্পতিবার ৩০ তলা ভবনের সামনে শতাধিক কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. সাহেদুল হাসান, অতিরিক্ত পরিচালক মো. রোকনুজ্জামান, শেখ আব্দুল কুদ্দুস, পরিচালক আনিসুর রহমান। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন।

বুধবার মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের গাড়িতে হাতুরি দিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তার ড্রাইভার গুরুতর আহত হন। বুধবার বিকেলে বনানী ১২ নম্বর সড়কে তার ওপর হামলা হয়। হামলাকারীরা হাতুড়ি রড দিয়ে তার সদ্য কেনা গাড়িও ভাঙচুর করে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নগদ প্রশাসকের ওপর হামলার ঘটনা ঘটেছে তবে তিনি তেমন আঘাতপ্রাপ্ত হননি। তার ড্রাইভার ইনজুরড হয়েছেন। আজকেই একটা নতুন গাড়ি কেনা হয়েছিল। সেই গাড়িতে হাতুরি-রড দিয়ে আঘাত করা হয়। নগদ প্রশাসকের সঙ্গে আমরা আছি এবং তাকে মামলা করার পরামর্শ দিয়েছি। তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম নগদে অভিযান পরিচালনা করে। তখন প্রাথমিকভাবে নগদের ১ হাজার ৭০০ কোটি টাকা পাচার ও ৬৪৫ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানান নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। দুদক টিম এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে বিষয়টি যাচাই-বাছাই করে দেখবে বলে জানানো হয়।

গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন অনিয়মের কারণে গত ২১ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক নিয়োগ করা হয়। পাশাপাশি তাকে সহায়তার জন্য ব্যাংকের ছয় কর্মকর্তাকে নিযুক্ত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top