এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাই বিএনপি সমর্থন করে না। যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
জাতিসংঘের প্রতিবেদনে স্বস্তি প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আয়নাঘরের মাধ্যমে প্রমানিত হয়েছে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।
স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চেয়ে মির্জা ফখরুল বলেন, জনগণই ঠিক করবে এদেশে কারা রাজনীতি করবে কারা করবে না।