রেফারিকে ব্যঙ্গ, লাল কার্ড লিভারপুল কোচের–বাতিল প্রেস কনফারেন্স!

শেষ মুহূর্তের নাটকীয়তায় ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটনের ঘরের মাঠ গুডিসন পার্কের ইতিহাসে শেষ মার্সিসাইড ডার্বি রূপ নিল বিশৃঙ্খলার উৎসবে। মাত্র কয়েক সেকেন্ড দূরে ছিল লিভারপুলের জয়, কিন্তু ৯৮তম মিনিটে জেমস টারকোভস্কির হেডে উৎসব শুরু করে এভারটন।

তবে রুদ্ধশ্বাস ম্যাচের চেয়েও বড় চমক এল শেষ বাঁশির পর। লিভারপুল বস আর্নে স্লট রেফারি মাইকেল অলিভারকে ‘ব্যঙ্গাত্মক’ করমর্দন করায় সরাসরি লাল কার্ড দেখেন! শুধু তাই নয়, সহকারী কোচ সিপকে হুলশফও ভাগ্যগুণে ছাড় পাননি। উত্তপ্ত মুহূর্তে আব্দুলায় দৌকুরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লিভারপুল সমর্থকদের উসকে দেওয়ার দায়ে, আর কার্টিস জোন্স লাল কার্ড পান প্রতিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে।

লাল কার্ডের ফলে স্লট ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি, যা নিয়ম মেনে বাতিল করে লিভারপুল। তার পরিবর্তে এভারটন বস ডেভিড ময়েস একাই মিডিয়ার সামনে হাজির হন।

এখন প্রশ্ন—রোববার উলভসের বিপক্ষে সাইডলাইন থেকে লিভারপুলকে কে সামলাবেন? সম্ভাবনা রয়েছে জনি হেইটিঙ্গার দায়িত্ব নেওয়ার, যিনি নিজে একসময় ছিলেন এভারটনের খেলোয়াড়।

গুডিসন পার্কে শেষ মার্সিসাইড ডার্বি এমন রোমাঞ্চকর হবে, সেটা হয়তো অনেকেই কল্পনা করেননি। কিন্তু ইতিহাস বলছে, এ ম্যাচ সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে—এবারও তার ব্যতিক্রম হলো না!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top