মঞ্চে বসা নিয়ে কোন্দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে মঞ্চে বসা নিয়ে কোন্দল তৈরি হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিসের এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মঞ্চে ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের শিক্ষার্থী সাকিন সাবাব বলেন, আহতরা মঞ্চে না বসে আপনারা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে) নেতা সাজতে মঞ্চে বসেছেন। আপনাদের মঞ্চে বসার অধিকার কে দিয়েছে? যারা এত ত্যাগ স্বীকার করে আন্দোলন করল, সরকার পতন করল, যাদের কারণে নতুন বাংলাদেশ পেয়েছি অথচ তাদের স্থান মঞ্চের নিচে। আপনারা যারা মঞ্চে বসেছেন এটা কোনোভাবেই কাম্য নয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির শিক্ষার্থী সোহেল রানা বলেন, আমরা ডাক দিয়েছি মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস। তাহলে এটা কেমন জাস্টিস যেখানে আহতদের স্থান মঞ্চে হয়নি, এমনকি শহীদদের পরিবারেরও কেউ মঞ্চে আসেননি। আমরা তো নেতা হওয়ার জন্য আন্দোলন করিনি। এ সময় আন্দোলনে আহতদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।

মঞ্চে চেয়ারে বসা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোন্দল শুরু হলে কয়েকজন চেয়ার থেকে উঠে আহতদের বসার সুযোগ করে দেন। এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয় এবং আহতদের কয়েকজনকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top