ট্রাম্প-পুতিনের বৈঠক সৌদি আরবে | কালবেলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য সৌদি আরবে বৈঠক করতে পারেন। হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া বাস্তবসম্মত নয় এবং ইউক্রেনের সব ভূখণ্ড ফিরে পাওয়া কঠিন।

ট্রাম্প ও পুতিন গত বুধবার ৯০ মিনিট ফোনে আলোচনা করেছেন। তারা দুজনই সরাসরি বৈঠক করার ব্যাপারে সম্মত হয়েছেন। পুতিন ট্রাম্পকে মস্কো সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আর ট্রাম্পও পুতিনকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এরপর, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানান জেলেনস্কি শান্তি চান, যেমনটি পুতিনও চান। আগামী শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জেলেনস্কির।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পুরো দমে হামলা শুরু করে রাশিয়া। মস্কো এটিকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে জানিয়েছিল। এর আগে ২০১৪ সালে ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূমি দখল করে নিয়েছে রাশিয়া। তথ্য: রয়টার্স।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top