অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২১

অপারেশন ডেভিল হান্টের আওতায় নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শীর্ষ সন্ত্রাসীসহ ২১ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে নোয়াখালীতে ২১ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে সদরে পাঁচজন, কোম্পানীগঞ্জে একজন, হাতিয়ায় আটজন, বেগমগঞ্জে দুজন, চাটখিলে তিনজন ও চরজব্বরে দুজনকে গ্রেফতার করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে চরজিয়া উদ্দিন থেকে কুখ্যাত সন্ত্রাসী আবুল কালাম সফি প্রকাশ সফি বাতান্যাকে (৬০) তার চতুর্থ স্ত্রী হাসিনা বেগমসহ (৫০) আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি রামদা ও একটি ছুরি জব্দ করা হয়। সফির বিরুদ্ধে হত্যা, চুরি, বনবিভাগের জমি দখলসহ ছয়টি মামলা চলমান।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, অভিযানে দশানী চবগা গ্রাম থেকে চাটখিল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল (৪৮), ভীমপুর থেকে চাটখিল পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন (৪৪) এবং খিলপাড়া ইউনিয়ন থেকে ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো, সাইফুল ইসলাম জিহাদকে (২৪) গ্রেফতার করা হয়। তারা সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় এজাহারভুক্ত আসামি।

নোয়াখালী-১৬ সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার গণমাধ্যমকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অপারেশন ডেভিল হান্টে সন্ত্রাসী ও অস্ত্রধারীসহ সমাজে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top