রিয়াল জিতেছে, তবে আগুয়েরোর ‘বলিদান’ নিয়ে সত্যিটা কী?

ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের মহারণের আগে এক বিস্ফোরক মন্তব্য ফুটবল বিশ্বে তোলপাড় ফেলে দেয়—ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরো নাকি বলেছিলেন, ‘সিটি হারলে আমি নিজের অণ্ডকোষ কেটে ফেলব!’

তবে সত্যিই কি এমন কিছু বলেছেন সাবেক আর্জেন্টাইন তারকা? নাকি এটি আরেকটি ‘ভুল অনুবাদের শিকার’ হওয়া ভাইরাল উক্তি?

এই দাবির কোনও নির্ভরযোগ্য উৎস নেই। একমাত্র ‘প্রমাণ’ একটি ফ্যান অ্যাকাউন্টের টুইট, যেখানে বলা হয়, আগুয়েরো তার টুইচ স্ট্রিমে কথাটি বলেছেন। যদিও ওই স্ট্রিমের কোনও রেকর্ডেড অংশ বা ভিডিও ক্লিপ পাওয়া যায়নি, যা এই দাবির সত্যতা প্রমাণ করতে পারে।

তাহলে এটি কি গুজব? আসলে, লাতিন আমেরিকার স্প্যানিশ ভাষায় ‘Me corto las pelotas’ বলা হয় হতাশা প্রকাশের জন্য। এটি ইংরেজিতে ‘I’d be gutted’ বা বাংলায় ‘আমি ভীষণ হতাশ হবো!’ বলার সমতুল্য।

কিন্তু আক্ষরিক অর্থে না বুঝে, অনেকে ধরে নিয়েছেন যে আগুয়েরো আসলেই এমন এক অদ্ভুত প্রতিজ্ঞা করেছেন!

মজার ব্যাপার হলো, আগুয়েরোর ‘কথিত’ দুঃস্বপ্ন সত্যি হয়েছে! রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে! খেলার শেষ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে জুড বেলিংহামের নাটকীয় গোল সিটির স্বপ্ন ভেঙে দেয়।

এখন প্রশ্ন একটাই—আগুয়েরো কি সত্যিই তার ‘প্রতিজ্ঞা’ রক্ষা করবেন? নাকি ফুটবল দুনিয়া এটাকে মজার ভুল বোঝাবুঝি হিসেবেই নেবে?

বলা বাহুল্য, এটা কেবল এক ‘ভাষাগত ভুল বোঝাবুঝি’, কিন্তু তাতে করে ম্যাচের উত্তেজনা যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছিল!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top