‘যমুনা’য় শিক্ষকদের প্রতিনিধিদল, রাস্তায় রয়েছেন বাকিরা

বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নিত করার দাবিতে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনায় গেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধিদল।

শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে শাহবাগ থেকে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা হন।

প্রতিনিধি দলে রয়েছেন- মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।

প্রতিনিধি দলের স্মারকলিপিতে বলা হয় : সারা বাংলাদেশ থেকে আগত আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সাধারণ শিক্ষকের ব্যানারে ‘শিক্ষক সমাবেশ-২০২৫’ এর মাধ্যমে ১০ম গ্রেডের দাবিতে আপনার কাছে এই স্মারকলিপির মাধ্যমে আমাদের নিম্নোক্ত ১ দফা ১ দাবি হলো : অবিলম্বে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড (শতভাগ পদোন্নতিসহ) প্রদান করুন।

এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করেন শিক্ষকরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে শিক্ষকরা ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, বর্তমানে ১৩তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা বেড়ে দাঁড়াবে ১৬ হাজার টাকায়।

এর আগে, দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকরা। তারা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top