ইউএনডিপিসহ ১৭ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপিসহ ১৭টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আরও উপস্থিত রয়েছেন- নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ।

প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ইসির সঙ্গে সব উন্নয়ন সহযোগীর একসঙ্গে এটিই প্রথম বৈঠক।

ইউএনডিপি এরই মধ্যে বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের প্রস্তুতির বিষয়ে আলোচনার কথা রয়েছে এ বৈঠকে।

বর্তমান কমিশন দায়িত্ব নেওয়া পর থেকেই জানিয়ে আসছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী কাজ করছে ইসি। বৈঠকের পর ইসির পক্ষ থেকে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top