সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

সিরাজগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটিকে গঠনকে কেন্দ্র করে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। সন্ধ্যা সোয়া ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সড়ক ও রেলপথ বন্ধ করে বিক্ষোভ করেছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, বিকেল ৪টা থেকে শিক্ষার্থীরা রাস্তা ব্লক করে বিক্ষোভ শুরু করে। মাঝখানে আধা ঘণ্টার জন্য ছেড়ে দিয়ে আবারও অবরোধ করেছে। এতে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

অপরদিকে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি মো. দুলাল হোসেন বলেন, সাড়ে ৫টা থেকে যমুনা সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ও ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আটকে দেওয়া হয়। প্রায় পৌনে ২ ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে ট্রেন দুটি ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা পত্রে ২৮৪ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। কমিটি ঘোষণা দেওয়ার পর থেকেই পক্ষে-বিপক্ষে কর্মসূচি চলতে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top