ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টার আশ্বাস: মির্জা ফখরুল

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা।

সোমবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করছি এবং জনগণও তা প্রত্যাশা করছে। আমরা আগে থেকেই বলছি এটা অন্তর্বর্তী সরকার। দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাদের তাগাদা দিয়েছি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টাসহ সেখানে যারা ছিলেন তারা অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন। প্রধান উপদেষ্টা এও বলেছেন, ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য তারা কাজ করছেন।

এর আগে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন।

বিএনপি মহাসচিব ছাড়াও যমুনায় যান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top