‘সরকার রাষ্ট্র মেরামতে এখনও সফলতা দেখাতে পারেনি’

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এই সরকার রাষ্ট্র মেরামতে এখনও সফলতা দেখাতে পারেনি। এই সরকার যেন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। তারা যেন সম্মানের সাথে বিদায় নিতে পারে।

সোমবার ১০ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছয় মাস পেরিয়ে গেলেও এখনও বাজার ব্যবস্থা স্থিতিশীলতার ধারের কাছেও নেই। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা এখনও স্থিতিশীল হয়নি। বিদেশি বিনিয়োগ একেবারেই শূন্যের কোটায় নেমে গেছে। বৃহৎ রাষ্ট্রগুলো বলছে নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক হবে। ফলে সবকিছু মিলিয়ে এখন একটা নির্বাচন আবশ্যক এবং বিএনপি সেটা চায়। এবছরের ভিতরেই নির্বাচন হতে হবে।

আযম খান আরও বলেন, অন্তর্বর্তী সরকার অনির্বাচিত হলেও এই সরকারকে জাতির স্বার্থে বিএনপি সমর্থন দিয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার জবাবদিহিতাহীন সরকার। কারণ এই সরকার নির্বাচিত সরকার না।

তিনি বলেন, আগে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিত সরকার স্থানীয় নির্বাচনগুলো করবে। এই মুহুর্তে কোন স্থানীয় নির্বাচন নয়, কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নয়। কোন নির্বাচন দেশের জনগণ এই মুহূর্তে চায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top