এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গণহত্যার বিচার, সংস্কার, নির্বাচন সব কাজ একসাথে চলবে জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে না। অন্তর্বর্তী সরকার তার ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করতে চাইলে তা যৌক্তিক হবে না।
আজ (১০ ফেব্রুয়ারি) সোমবার রাজধানীতে দি মিলিনিয়াম ইউনিভার্সিটির আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছয় মাস, ছাত্র-জনতা এখন কোথায়? শীর্ষক গোলটেবিল বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে সরকার চালানো ইংল্যান্ড, আমেরিকার সরকার চালানোর চেয়েও কঠিন। অন্তবর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের নিরপেক্ষতা ধরে রাখা।
রাজধানীর মতিঝিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বিষয়ে কর্মশালায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেলে, যেই ক্ষমতা আসুক তা মেনে নিবে বিএনপি।
ষড়যন্ত্র করে কেউ পার পাবে না।
নেতারা বলেন যারা লুট করেছে, গনহত্যা করেছে, ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক গনহত্যার বিচার হতেই হবে।