সড়কে ৩০০ কিলোমিটার যানজট, বন্ধ রেলস্টেশনও

চলতি পথে প্রতিনিয়ত টুকটাক যানজটের অভিজ্ঞতা হয়তো আমাদের সবার আছে। তবে এবার একটি বিচিত্র ঘটনা ঘটেছে। মেলাকে কেন্দ্র করে ৩০০ কিলোমিটার সড়কজুড়ে ভয়াবহ যানজট দেখা দিয়েছে। এমনকি বাড়তি চাপের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে একটি রেলস্টেশন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে মহাকুম্ভ মেলায় এমন যানজট দেখা দিয়েছে। এর ফলে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ত্রিবেণীসঙ্গমে স্নান করতে লাখ লাখ পুণ্যার্থী ভিড় জমান। এর ফলে তীব্র যানজটের দেখা দেয়। এতে পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে।

ভুক্তভোগীরা জানান, বিহার পার হতেই সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। মধ্যপ্রদেশের মাইহারের পুলিশ জানিয়েছে, রোববার থেকে তীব্র যানজট দেখা দিয়েছে। ফলে প্রয়াগরাজের দিকে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।

পুলিশের তথ্যমতে, সড়কে প্রায় ৩০০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। ফলে পুণ্যার্থীরা কেউ পাঁচ ঘণ্টা, কেউ আট ঘণ্টা, কেউ আবার ১২ ঘণ্টা ধরে আটকে রয়েছেন। অনেকের দাবি, ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও জানজট কাটেনি। অনেকে আবার এটিকে ‘বিশ্বের বৃহৎ যানজট’ বলে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে যানজটের ভিডিও ছড়িয়ে পড়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, যানজটে আটকে থাকা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত তীর্থযাত্রীদের মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখা উচিত। তীর্থযাত্রীদের উদ্ধারে জরুরি পদক্ষেপের কথাও জানান তিনি। অন্যদিকে এসপি প্রধান বলেন, মহাকুম্ভ আয়োজনে যোগী সরকার ব্যর্থ হয়েছে।

এদিকে অতিরিক্ত ভিড়ের কারণে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লখনৌয়ের উত্তর রেলের কর্মকর্তা কুলদীপ তিওয়ারি জানান, ভিড়ের কারণে পুণ্যার্থীরাও স্টেশন থেকে বের হতে পারছেন না। ফলে সব পরিস্থিতি বিবেচনা করে আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top