চট্টগ্রামের ওটিএ সুপার লিগে ২-১ গোলে জয়ী ট্রাভেল জোন 

চট্টগ্রামের ওটিএ সুপার লিগে ট্রাভেল বার্ডকে ২-১ গোলে হারিয়ে জয়ী হয়েছে ট্রাভেল জোন। শনিবার (৮ ফেব্রুয়ারি) নগরীর হালিশহর দ্যা গ্রিন ফিল্ড মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ট্রাভেল জোন চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

দুইদিন ব্যাপী (৭-৮ ফেব্রুয়ারি) এই টুর্নামেন্টে ১২টি এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি ও অনলাইন ট্রাভেল এজেন্সির (ওটিএ) দল অংশগ্রহণ করে। নূর এ ফাতেমা হজ্জ কাফেলা এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন এমি অনলাইন ট্রাভেল এজেন্সির ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম, শেয়ারট্রিপ বাংলাদেশের সিইও ও ফাউন্ডার কাশেফ রহমান, এয়ার গ্যালাক্সি চট্টগ্রাম স্টেশন ইনচার্জ মোহাম্মদ আসিফ চৌধুরী, এমিরেটস এয়ারলাইন্স চট্টগ্রাম ব্রাঞ্চের ম্যানেজার আনোয়ার এইচ সিদ্দিকি, ফ্লাইহাব বাংলাদেশের জিএম একরামুল ইসলাম, বিডিফেয়ার লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মনোজিত সেন গুপ্ত, ট্রিভলাভার লিমিটেড চিটাগং ব্রাঞ্চ ডেপুটি ম্যানেজার সুমিত বড়ুয়া, টেকট্রিপ লিমিটেডের চিটাগং ব্রাঞ্চ ম্যানেজার ওয়ালি উল্লাহ, সেবার বাংলাদেশের টেকনিকাল ম্যানেজার মাহবুবুল ইসলাম, সেবার বাংলাদেশের ডেপুটি ম্যানেজার জনাব মনজুর মোরশেদ চৌধুরী, ট্রাভেলপোর্ট বাংলাদেশের চট্টগ্রাম ইনচার্জ জয়নাল আবেদিন জয়, নভোএয়ার চট্টগ্রাম ইনচার্জ ইফতেখারসহ এভিয়েশন ও ট্রাভেল ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *