এবার টিউলিপ সিদ্দিকের সম্পদের খোঁজ মিললো গুলশানে  

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

এবার রাজধানীর বিলাসবহুল এলাকা গুলশানে শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের সম্পদের খোঁজ মিলেছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পত্তিটি তার পরিবারের (সিদ্দিকস) নামে নামকরণ করা। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক দুর্নীতিবিরোধী মন্ত্রী। তিনি দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি)।

ঢাকার কর্মকর্তাদের ধারণা, ২০১৪ সালে টিউলিপের ‘স্থায়ী ঠিকানা’ ছিল ‘সিদ্দিকস’ নামে ঢাকার ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। সে সময় তিনি ছিলেন যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর।

অ্যাপার্টমেন্ট ভবনটির অবস্থান ঢাকার গুলশানে। এই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাসের পাশাপাশি বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গুলশান এলাকার ১০ তলা এই অ্যাপার্টমেন্ট ভবনটি ২০১০ সালের দিকে নির্মিত হয়।

একটি প্রচারমূলক ভিডিওর তথ্য অনুসারে, ভবনে একটি খোলা ছাদ আছে। আছে একাধিক বারান্দাযুক্ত দুই ও তিন শয়নকক্ষের ফ্ল্যাট। ভবনটি টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিকের, টিউলিপের দাদার নাকি পুরো পরিবারের নামে, তা স্পষ্ট নয়।

আদালতের নথিপত্র বা সংবাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ নিয়ে বাংলাদেশে টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম সম্পত্তির খোঁজ পাওয়া গেল। তবে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সূত্রগুলো বলছে, তাদের কাছে থাকা তথ্যমতে বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই। তাই এ বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেওয়ারও দায় তাদের নেই।

প্রায় এক মাস আগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি এখনো সম্পত্তিসংক্রান্ত বিষয়সহ বাংলাদেশে তার খালা শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে যোগসূত্র নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top